অপ্রত্যাশিত ভালোবাসা
ঘড়ির কাঁটার ঠিক ১২ টা বেজে ১০ মিনিট। হঠাৎ এক জোরো হাওয়ায় শুরু হলো বৃষ্টি। রাতের বেলা বৃষ্টি হলে একটু ভালোই ঘুম হয়।কিন্তু আজ আর ঘুম আসলো নাহ কোন এক অজানা কারণে।এইজন্য ফেসবুক ওপেন করলাম গল্প পরার জন্য। একটা গ্রুপে গেলাম কিন্তু আজ সবকিছুই যেন মাথায় উপর দিয়ে যাচ্ছিল। কোন গল্পই বুঝতে পারছিলাম নাহ।
গ্রুপের সব ধরনের গল্প দেখা প্রায় শেষ করলাম কিন্তু কোন টাই আজ আর ভালো লাগছিলো নাহ।হঠাৎ একটা নতুন পোস্ট সামনে আসলো।গল্পের নাম ছিল ভালোবাসা। কিন্তু গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত কোন শব্দ ছিল নাহ।অন্য রকমের কিছু চিহ্ন ছিল। যেগুলোর কিছুই বুঝলাম নাহ।গল্পের একদম নিচে চলে আসছি কিন্তু এর নামের সাথেই কোন মিল খুঁজে পাচ্ছি না।সবশেষে ভালোবাসার মানে টা না বুঝেই আমরা ভালোবেসে ফেলি।গল্পটা এখানেই শেষ।আমি কিছুক্ষণ অবাগ হয়ে বসে ছিলাম।
কি বুঝতে চেয়েছে ওই চিহ্নগুলো দিয়ে।আসলে আমরা সবাই ফেরিওয়ালা। সবাই নিজ নিজ চাহিদার জন্য অন্যের কাছে যায়।কেউ ফেরি করে সুখ আর কেউ ফেরি করে দুঃখ।কিন্তু আমরা কেউ এ দুঃখটাকে আপন করতে চাইনা।সুখের পিছে ছুটতে ছুটতে আমরা যে নিজেরই ক্ষতি করসি এটা ভাবার সময় কারো কাছে নেই।দিন শেষে দুঃখটা নিয়েই বাড়ি ফিরতে হয়।
ভালোবাসা বলতে কিছুই নেই।কিছু ফালতু আবেগ নিয়ে পড়ে থাকে লোকজন। কিছু স্বপ্ন সারা জীবন দুঃস্বপ্ন হয়েই রয়ে যায়।সবার জন্য তো সব কিছু থাকে নাহ।কোন কিছু পাওয়ার প্রত্যাশা করলেই যে সেটা পেয়ে যাবে এমন কোথাও লেখা আসে।ভালোবাসাটা হলো একটা অপ্রত্যাশিত আবেগ।
যেটা প্রকাশ করলেও ক্ষতি আবার না করলেও ক্ষতি।এতোক্ষণ কি লিখলাম তাই ঠিকভাবে বুঝছি নাহ তাহলে ভালোবাসার মতো এতো বড় বিষয় টা কিভাবেই এতো সহজেই বুঝে যাব বলেন।এই সমাজে টিকে থাকতে হলে প্রচুর পরিমাণ অভিনয় জানতে হবে। নাহলে গল্পের মোড়ে আপনিও হারিয়ে যাবেন।