কাজল চোখের মেয়ে (সাদাত হোসেন )

Kolpokothar Rajjo
0



কাজল চোখের মেয়ে

লেখাঃ সাদাত হোসেন


শোনো, কাজল চোখের মেয়ে 

আমার দিবস কাটে, বিবশ হয়ে 

তোমার চোখে চেয়ে।

তোমার কাজল চোখের গভীরে 

আমি যাচ্ছি হারিয়ে, 

উদাস হয়ে কাটছি সাতার 

ফিরবো না আর তীরে। 

তুমিও না হয় দিও একটুখানি প্রশ্রয় 

তাতেই আমি খুঁজে নিবো সামান্যতম আশ্রয়. 

গভীর রাতে নিশাচর যদি হই

যদি তোমাকে জমা রাখি বুক অবধি।

আঁধারের রং ছুঁয়ে তুমি খানিক, 

আমায় জমিয়ে রেখো বুকের বা দিক..

Post a Comment

0Comments

Post a Comment (0)