কবিতাঃ আমার রূপরেখা
লেখাঃ মো. সাকিব খান
দিন যায়, দিন আসে, মানুষ বদলায়
সময়ের ক্রমানুসারে, কেউ আবার চলে যায়
না ফেরার দেশে, পিছে শুধু রেখে যায়
দীর্ঘস্থায়ী অমলিন স্মৃতি, এই স্বার্থপর দুনিয়ায়
কিছু কথা মনে পড়ে, ভুলা যায় না কোন মতে
এক বিকালবেলায় ব্যস্ত মানুষদের ভীড়ে
দেখা হলো একজনের সাথে,
আগে থাকতাম মোরা একই নীড়ে
শুরুর দেখায় চিনতে পারিনি তারে
মুখে দাড়ি, মাথায় পাগড়ি, গায়ে আরবী জুব্বা
চিনা যায়না যে এই সেই আগের হুব্বা
মনে হাজারটা প্রশ্ন নিয়ে, হারানো প্রাণের
সন্ধান পেয়ে, বাধঁ ভেঙ্গে গেলো মোর অশ্রু বাণের
মিছামিছি পিছাপিছি মেলা কথা শেষে
সে বলিল গলাটা অধিক নরম করে
শুনো বন্ধু, "ইসলামের শরীয়াহ মানো
বাঁচতে শিখ মুসলমানের আওলাদের মতো
পাঁচবার সালাত পড়ো, সুন্দর জীবন গড়ো
গোড়ামো, কুসংস্কার ছাড়ো, সত্যের সন্ধান করো
সুন্নত মেনে আসল ইসলামকে কায়েম করো"
বললাম আমি ঈষৎ মৃদু হেসে
"জানি তো, বুঝি তো আমিও সব
আধুনিক এই জগতে মানা কি সম্ভব?
ভালো লাগে না শরীয়ার কঠোর বিপত্তি"
দেরি হইলো না তার করিতে আপত্তি
চোঁখে কষ্টের ছাপ, মুখে তাচ্ছিল্যের ভাব
লইয়া বেদনাকাতর মুখে কহিল সে
"মুসলিমের সন্তান তুমি ভুলিয়া গেছো হে?
কাদোঁ কাদোঁ আখিতে আমার নয়নের তরে
বলিতে লাগিল সে, ইসলামের কষ্টের দিনলিপি
ইহা করিতে রক্ষা, কতো মায়ের ছেলের গিয়াছে বলী
পেয়েছ যে সহজে, মূল্যহীন হয়ে তাই রয়েছে
যে পাঠালেন তুমায় এই দুনিয়ায়
তার জন্যই সময় হয় না, হায়!
তাহার পর বলিল আধুনিকতার কথা
কী ধ্বংসের মাঝে চলিতেছে এ প্রথা
জাহেলিয়াতের যুগের মত কাজ হচ্ছে শত শত
কেউ করিতে পারিতেছেনা তাদের বিরত
কথা তো চলিত আরো, কিন্তু তখনই আজান হয়
স্রষ্টার প্রার্থনায় তাকে চলে যেতে হয়
এরপরে আর হয়নি তার সাথে দেখা
আমিও ততক্ষণে পেয়ে গেছি আমার রূপরেখা