পথ শিশুদের নিয়ে কবিতা

কল্পকথার-রাজ্য
0




 কবিতার নাম: পথ শিশু

লিখা: মোঃ সাকিব খান


কাপছে এক পথ শিশুর গাত্র,

তার দিকে ভ্রক্ষেপ করার নেই কোন পাত্র। 

বস্ত্রহীন সে শরীরে স্পষ্ট ক্ষুধার ছাপ ,

জানিনা তার শরীরে লেগে আছে কার পাপ। 

যদি নাই হতো তা পাপ,

তবে বিধাতা কেন দিয়েছেন তাকে অভিশাপ। 

একবার খাবার খেলে আরেকবার পায়না,

তাদের কথা কী একবারও ভাবা যায়না?

তার নীরব কান্নায়,

কারও ঘুম ভাঙে নাই,

তার কপোলের পানি,

কেউ তো মুছে নাই।

রক্ত মাংসে গড়া সবাই মোরা মানুষ,

কবে হবে মোদের তাদের প্রতি হুশ।

নানাভাবে কর কত নানান টাকা অপচয়,

সাহায্যের হাত বাড়ালে তোমাদের যে কী হয়?

মরে গেলে সব শেষ,এত টাকার প্রয়োজন আছে কী বিশেষ।

অন্তরকে কর মহান,

তাদেরকে কর দান।

করলে খুশি অন্যকে,

তুমি যে সুখ পাবে, কোটি টাকা খরচ করে,পারবে না তা কিনতে।




Post a Comment

0Comments

Post a Comment (0)