সমাপ্ত

কল্পকথার-রাজ্য
0



 কবিতার নাম : সমাপ্ত

লেখক : Ds Milon 


আমার কবিতার লাইন গুলো, 

এলোমেলো আজ,

কবিতা লেখার কাব্য গুলো, 

হারিয়ে ফেলেছি আজ।

হয়তো তুমি সুখ খুঁজেছ

অন্য কারো বিড়ে,

নতুন করে সাজাবে তোমায় ।

আলতো রাঙ্গা পায়ে, 

পাতা বিহীন গাছের মতো,  আমি পড়ে আছি!

রোদে  পড়ে আমি যে হাই,

 দুমড়ে দুমড়ে কাঁদছি।

 আমার কান্না হয়তো আর, 

তুমি দেখবে না!

 সূর্যের আলো এতো প্রখর  জানা ছিলো না,

তোমায় নিয়ে শেষ কবিতা আজকে আমি জানি, 

 আর  কোনো দিন দরবো না তো, 

তোমার ওই হাত খানি...!

Post a Comment

0Comments

Post a Comment (0)