সেই মানুষটা আমার না হোক
কাজী ইশরাক জাহান
এক সমুদ্র ভালোবাসার পরেও
যার অন্যের প্রতি থাকে ঝোঁক,
সেই মানুষটা আমার না হোক।
আমার আমিটাকেই প্রিয় না করে,
অন্যের সাথে তুলনা করেই অনবরত থাকে যার মুখ,
সেই মানুষটা আমার না হোক।
কারো উপর ভীষণভাবে আকৃষ্ট হয়ে
আমাকে দেখায় যে ব্যস্ত থাকার নাটক,
সেই মানুষটা আমার না হোক।
আমার দূর্বলতার বারংবার আঘাত করে কাঁদিয়ে
যার বড্ড বেশি লাগে সুখ,
সেই মানুষটা আমার না হোক।
আমাকে অন্য কারো সাথে কথা বলতে দেখে
যার একটুকুও হয় না ক্ষোভ,
সেই মানুষটা আমার না হোক।
দুঃসময়ে কিঞ্চিৎ পরিমাণ সান্ত্বনা না দিয়ে
মন খারাপের গল্প শুনেই যে বিরক্ত হয়ে চলে গেল,
সেই মানুষটা আমার নাইবা হল।