ফিরে আসার গল্প(কবিতা)

কল্পকথার-রাজ্য
0



কবিতাঃ ফিরে আসার গল্প 
লেখাঃ মো. সাকিব খান 

 ঘড়ির কাটা জানায় রাত তখন ৪টা বাজে
 ঝি ঝি পোকারা মত্ত উপহাসের কাজে
 বুকের বা পাশটা ব্যথায় চিনচিন কর। 
 দূরের আকাশে কোথাও মেঘ ডাকছে
 জীবনের অশনী সংকেত সে দেখে ফেলে।।

 এমন সময় কে যেনো করে উঠে বকবক 
মেরেছ যত ধন, খেয়েছ যত অন্যের হক 
যত নামায হয়েছে কাযা, গিয়াছে বাদ।
 দিতে হইবে একে একে সবগুলোর হিসাব
 ছেড়েছ যেসব ফরজ রোজা, করেছ কাযা 
আখিরাতে হবে সবগুলোর জন্য সাজা । 
সম্পদের হিসাব করোনি কো কখনো 
যাকাত দাওনি ফরজ হয়েছে যখনো 
সত্যের বাণী তুমার কাছে এসেছে যতবার
 অবহেলায়, অবমাননা করেছ ততবার।।

 মনগলা কন্ঠে আজানের আওয়াজ ভেসে আসে
 ঘুম ভেঙ্গে যায় তার কঠিন দুঃস্বপ্ন শেষে
 তারপরের প্রতি রাতের গল্প হয়েছে ভিন্ন
 শুনা গেছে তার বড্ড অট্টালিকার ছোট্ট কোণায়
 ক্রন্দনের ধ্বনি আসছে,থেকে জায়নামাজের মসল্লায় 

Post a Comment

0Comments

Post a Comment (0)