রোমান্টিক কবিতা(চল তবে)

কল্পকথার-রাজ্য
0





চলো তবে
লেখাঃ আরিফুল ইসলাম মিম 

 চলো তবে আকাশ হই,
 মেঘের সাথে লুকোচুরি খেলবো।
 চলো তবে সমুদ্র হই,
 ঢেউয়ে ঢেউয়ে কথা বলব।
 চলো তবে বর্ণ হই,
 শব্দ দিয়ে কবিতা লিখবো।

 চলো তবে ভোর হই,
 দিনের আলোই মিলিয়ে যাবো। 
চলো তবে বাতাস হই,
 আচমকা হাওয়ায় ছুঁয়ে দিব।
 চলো তবে পাহাড় হই, ঝর্ণা হই,
 অশ্রু ঝরাবো।

 চলো তবে কুয়াশা হই,
 শিশির হয়ে আছড়ে পড়বো। 
চলো তবে পথিক হই,
 অজানার উদ্দেশ্যে ঘুরে বেড়াবো। 
চলো তবে প্রিয়জন হই,
 যখন তোমার প্রয়োজন পড়ে।

Post a Comment

0Comments

Post a Comment (0)