যেতে হবে বহুদূর কবিতা(দায়)

কল্পকথার-রাজ্য
0

 


কবিতাঃ দায়

লেখাঃ মো. সাকিব খান


পৃথিবীটা ক্রমে ক্রমে হচ্ছে বাসের অযোগ্য

মুক্তি মিলছে না, পাওয়া যাচ্ছেনা কোন আরোগ্য

সময় গড়াচ্ছে যত, রোগও বাড়ছে তত

উপশম মিলছে না, নিরোধ ও হচ্ছে না


ঝঞ্জাট, জঞ্জাল আর ক্লান্তিতে ভরা এ জীবনে

নিজকাল আরাম করে, অবনীটাকে ধ্বংস করে

নিজ উদর পূর্তি করে বরণ করছি মরণ

বুকে মুখে রেখে পাপ, দিচ্ছি হায়েনার ছাপ


অনাগত শিশুর জীবনও আজ অনিরাপদে

এই মেদেনীতো ভরে আছে বিশৃংখল শ্বাপদে

আর ভূমিষ্ঠ শিশুর মাথায় ঢুকাচ্ছি পোকা

বড় হয়ে ডাক্তার-ইঞ্জিনিয়ার হবি, বুঝলি খোকা?


পথের শিশুর প্রান্তরে, যায় না কেউ ভুলে

ক্ষুদার জ্বালায় সে পথে ঘাটে পড়ে থাকে

সেদিন দেখলাম এক, দর না হাঁকিয়ে লোক

উঠে পড়ল রিকশায়, কতো না তাড়া হায়

নামার সময় বৃদ্ধকে চড়াল কথার চাবুকে

ছয়টি পেটের ক্ষুদার জ্বালা জানে কি সে?

এইদিনের শেষ কই, এইসবের দায় কার, বল হে?



Post a Comment

0Comments

Post a Comment (0)